ঘর থেকে বের হওয়া এবং ঘরে প্রবেশের দোয়া

 

✅ ঘর থেকে বের হওয়ার সময় নিচের দোয়া পড়া

বাংলা উচ্চারণ: বিসমিল্লা-হি, তাওয়াক্কালতু ‘আলাল্লা-হি, ওয়ালা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা-বিল্লাহ।

অর্থ: আল্লাহর নামে, আল্লাহর ওপর ভরসা করে বের হচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার কিংবা মন্দ কাজ থেকে বিরত থাকা সম্ভব নয়।


✅ ঘরে প্রবেশের পূর্বে নিচের দোয়া পড়া

বাংলা উচ্চারণ: ‘বিসমিল্লাহি ওয়ালাঝনা; ওয়া বিস‌মিল্লাহি খরাঝনা; ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা।’

অর্থ: ‘আল্লাহ্‌র নামে আমরা (ঘরে) প্রবেশ করলাম, আল্লাহর নামেই আমরা (ঘর থেকে) বের হলাম এবং আমাদের রব আল্লাহ্‌র উপরই আমরা ভরসা করলাম।’ অতপর ঘরের লোকদের সালাম দিয়ে প্রবেশ করা।’ (আবু দাউদ: ৫০৯৬)


ফজিলত: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যাক্তি এই দোয়া পড়ে ঘর থেকে বেরোবে সকল বিপদ থেকে সে নিরাপদে থাকবে ও ইবলিশ শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। (তিরমিজী শরীফ, খন্ড-২ পৃষ্ঠা-১৮০; আবু দাউদ: ৫০৯৫)