এক হাজার হজ্জের, কুরআন খতম, এক হাজার বন্দিকে মুক্তি দেয়া এবং নবী (ﷺ) এর উপর এক হাজার বার দরুদ পাঠের সওয়াবের আমল


রাসূল (ﷺ) বলেছেন, এই দোয়া সুবহে সাদিকের সময় পাঠ করলে এক হাজার হজ্জের এবং এক হাজার বার কুরআন খতমের সওয়াব পাবে এবং এক হাজার বন্দিকে মুক্তি দেয়ার এবং নবী (ﷺ) এর উপর এক হাজার বার দরুদ পাঠের সওয়াব পাবে।

দোয়াটি বাংলায়: লা-ইলাহা ইল্লাল্লাহু জালিলুল জাব্বারু। লা-ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল ক্বাহহার। লা-ইলাহা ইল্লাল্লাহুল আযিযুল গাফফার। লা-ইলাহা ইল্লাল্লাহুল কারিমুস সাত্তার। লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু ইলাহাওঁ ওয়াহিদাওঁ ওয়ানাহনু লাহু মুসলিমূনা। লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু ইলাহাওঁ ওয়াহিদাওঁ ওয়া নাহনু লাহু মুখলিছুন। লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহী ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালক্বিহি মুহাম্মাদিও ওয়া আলিহি ওয়া আসহাবিহী আজমাঈন। ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান কাসিরা। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহীমিন।

আল্লাহ তা'আলা আমাদের সকলকে আমলটি নিয়মিত করার তৌফিক দান করুক। আমিন।